ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বালতি ভর্তি টাকায় গায়িকাকে গোসল করালেন ভক্ত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ২১ নভেম্বর ২০২১

এক অনুষ্ঠানে গান করছিলেন গুজরাটের জনপ্রিয় ফোক গায়িকা ঊর্বশী রাড্ডিয়া। অনুষ্ঠানে তার এক ভক্ত হঠাৎই করে ফেলেন আজব এক কাণ্ড। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। 

গেল ১৫ নভেম্বরের ওই ভিডিওতে দেখা যায় স্টেজে বসে নিজেই হারমোনিয়াম বাজিয়ে গান পরিবেশন করছিলেন ঊর্বশী। এরমধ্যে হঠাৎই এক ভক্ত পেছন থেকে এসে গায়িকার মাথায় এক বালতি টাকা ঢেলে দিলেন। 

শুধু তাই নয়, দেখা যায় ঐ ভক্তের পাশাপাশি আরো কয়েকজন ভক্ত আবার তাকে টাকা ছুঁড়েও দিচ্ছেন। হঠাৎ এমন ঘটনায় ভীষণ অবাক হয়ে যান ঊর্বশী। কিন্তু এত কিছুর পরও গান বন্ধ করতে দেখা যায়নি গায়িকাকে। 

বিষয়টি যদিও উর্বশীর জন্য নতুন নয়। ফোক গানে মুগ্ধ করে ভক্তদের কাছ থেকে তার টাকা পাওয়ার এমন ভিডিও প্রায়ই দেখা যায় সামাজিক মাধ্যমে। 

এ নিয়ে অনেক নেটিজেনরা সামাজিক মাধ্যমে মজা করে  প্রশ্ন করেছেন, এত টাকা দিয়ে কী করবেন তিনি?

এমন প্রশ্নের অবশ্য জবাবও দিয়েছেন ঊর্বশী রাড্ডিয়া। তিনি জানান, এই টাকা পরবর্তিতে কোনও দুঃস্থ মেয়ের বিয়েতে দান করেন তিনি। এমন উত্তরের পর তার এই কাজকে বাহবা জানিয়েছেন অনেক নেটিজেনরা।

সূত্র:  হিন্দুস্তান টাইমস

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি