ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিয়েতে ঝুড়ি ভর্তি টাকা উপহার! গুনতেই পাক্কা তিন ঘণ্টা! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ২৬ নভেম্বর ২০২১ | আপডেট: ১৪:৫৬, ২৬ নভেম্বর ২০২১

বিশাল আকারের দুইটি ঝুড়ি ভর্তি করে টাকা নিয়ে ভাগ্নের বিয়েতে হাজির হয়েছেন তিন ব্যক্তি। আর সেই টাকা গুনতেই নাকি বিয়ের আসরে কেটে গেলো পাক্কা তিন ঘণ্টা। সম্প্রতি ভারতের রাজস্থানের নাগাউর জেলা ঘটেছে এমন ঘটনা। 

রাজস্থানি বিয়ের উৎসবের একটি অন্যতম রীতি হল 'মায়রা'। এই রীতি অনুযায়ী ভাগ্নে বা ভাগ্নির বিয়েতে মামা একটি মোটা অংকের অর্থ দেন বোনকে। অর্থাৎ পাত্র বা পাত্রীর মাকে। 

রাজ্যের নাগাউর জেলা আবার এই 'মায়রা' রীতির জন্য প্রসিদ্ধ। তাই সেখানকার কোনও বিয়েতেই এই রীতি পালনে এতোটুকু এদিক সেদিক হয়না। 

বিষয়টি মাথায় রেখেই ওই এলাকার কৃষক পরিবারের তিন ভাই আড়াই বছর ধরে টাকা জমিয়েছেন, ভাগ্নের বিয়েতে বোনকে দেবেন বলে। 

কিন্তু দীর্ঘদিনের জমানো টাকা নিয়ে রোববার যখন ভাগ্নে  হিম্মতরামের বিয়ে খেতে গেলেন তারা, তখনই দেখা গেল, ঝুড়ি ভর্তি সব টাকাই দশ টাকার নোট। 

অগত্যা গুনতে বসলেন বিয়ের আসরের আট জন, পাক্কা তিন ঘণ্টা গুনে পাওয়া গেল ছয় লাখ ১৫ হাজার টাকা। রীতি অনুযায়ী যা বোন সিপু দেবীকেই দিয়েছেন ওই তিন ভাই। 
  
এদিকে তিন ঘণ্টার এই 'মায়রা' দানের ঘটনাটি ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দিলেন বিয়ের আসরেরই কেউ একজন, সেটিই এখন ভাইরাল। 

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি