ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তেলের দাম বেশি; বাইক বেচে ঘোড়া কিনলেন যুবক! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ২৭ নভেম্বর ২০২১ | আপডেট: ১৫:১৪, ২৭ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সম্প্রতি বেড়েছে জ্বালানি তেলের দাম। খরচ বাঁচাতে তাই সাধের মোটরসাইকেলটি বিক্রি করে নিত্যদিনের যাতায়াতের সঙ্গী হিসেবে ঘোড়াকেই বেছে নিয়েছেন ভারতের এক যুবক।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়ার বাসিন্দা অলোক কুমার নামের ওই যুবক দীর্ঘদিনের ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রি করে দুই জোড়া ঘোড়া কিনেছেন।

কারণ হিসেবে জানা যায়, ভারত সরকার পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে দেওয়ায়, জ্বালানি তেলের খরচ বাঁচানোর পাশাপাশি উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর এক বার্তা হিসেবেই ঘোড়াগুলো কেনেন এই যুবক।

জানা যায়, অলোক প্রায় আট বছর কর্মসূত্রে সৌদি আরবে ছিলেন। সেখানেই ঘোড়ায় চড়ার বিষয়টি রপ্ত করেছিলেন তিনি। এবার সেই অভিজ্ঞতাকেই কাজে লাগান তিনি।

এদিকে, অলোকের ঘোড়া কেনা দেখে স্থানীয় অনেকেই এ ব্যাপারে উৎসাহী হয়েছেন। অনেকেই এখন তার কাছে ঘোড়া চালানোর প্রশিক্ষণ নিতে আসছেন বলেও গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি