ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিউশন ফুডের নামে এ কেমন রেসিপি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ২৮ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ফিউশন ফুডের বাজার এখন রমরমা। খাদ্যপ্রেমিকদের চাহিদা মেটাতে রেস্তরাঁ থেকে স্ট্রিট ফুড সব জায়গাতে এখন ফিউশন ফুড নিয়ে মাতামাতি। তারই চক্করে পড়ে সিঙারা, পাউরুটি আর চকোলেট গেল মিশে! হ্য়াঁ, ঠিকই পড়েছেন। এই তিনটে মিশিয়েই হয়েছে এক নতুন খাবার, ‘চকোলেট সিঙারা পাউরুটি!’ 

সম্প্রতি ভারতের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে এই নতুন খাবারের রেসিপি মিললো। 

ভিডিওতে দেখা গেল রাঁধুনি প্রথমে দু’ভাগে ভাগ করে নিলেন একটি পাউরুটি। তার পর দিলেন চকোলেট সিরাপ। এবার দু’ভাগ করা পাউরুটির মাঝখানে সিঙারা রেখে দিলেন। এখানেই শেষ নয়। সেই সিঙারার উপর মেয়োনিজ দিলেন সাজিয়ে।

এই ভিডিওর কমেন্ট বক্সেই এখন মিশ্র প্রতিক্রিয়া। বেশিরভাগ তীব্র সমালোচনা করেছেন এই খাবারের। তবে এই ফিউশন ফুডের রেসিপির প্রসংশাও করেছেন অনেকে। 

এর আগে চকোলেট বিরিয়ানি এবং স্ট্রবেরি বিরিয়ানির রেসিপি ভাইরাল হয়েছিলো নেটদুনিয়ায়। 

সূত্র: সংবাদ প্রতিদিন 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি