ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের আসরে ঘুমিয়ে পড়লেন কনে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ২১ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নেট দুনিয়ায় কত কিছুইতো এখন ভাইরাল হচ্ছে। সেই ভিড়েই এবার ঠাঁই পেলো মজাদার এক ভিডিও। যেখানে অপরূপ এক কনেকে লাল শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায় সোফায় বসে ঢুলতে। ভিডিওটি তার অগোচরেই করে ফেলেন কেউ একজন। মজার ছলে তোলা সেই ভিডিওটি ভাইরালও হয়ে যায় অন্তর্জালে। ঘটনাটি ভারতের হলেও ঠিক কোন জায়গায় ঘটেছে তা জানা যায়নি।

নববধূকে দেখে বোঝা যাচ্ছে, সেই মূহূর্তে ঘুমের অতল সাগরে তলিয়ে রয়েছেন তিনি। ভিডিওর ক্যাপশনে লেখা ‘‘এই দেখুন ঘুমন্ত কনে। সকাল তখন সাড়ে ৬টা। বিয়ে তখনও চলছে।’’

ঘুমন্ত ওই কনেকে দেখে নানা মন্তব্য করেন নেটিজেনরা। অনেকে আবার হন মুগ্ধ ওই তরুণীকে দেখে। 

একজন লিখেছেন, ‘‘আপনাকে এভাবে খুব সুন্দর দেখাচ্ছে।’’ আরেকজনের কমেন্ট, ‘‘এমন সুন্দর ভিডিও আর দেখিনি।’’ 

আবার কেউ মজা করে লিখেছেন, ‘‘এটা আমি।’’ অর্থাৎ তিনিও বিয়ের আসরে এভাবেই ঘুমিয়ে পড়তে পারেন। এমনই নানা সরস ও রসস্নিগ্ধ কমেন্ট করেছেন নেটিজেনরা।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি