ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সেই ছয় ইঞ্চি কঙ্কালের রহস্য জানালেন গবেষকরা !

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ৫ জানুয়ারি ২০২২

পৃথিবীতে ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব নিয়ে কৌতূহলের শেষ নেই। সেই কৌতূহল যেন আরও উসকে দিলো ছয় ইঞ্চি মাপের একটি কঙ্কাল, যার নাম আটা

২০০৩ সালে দক্ষিণ আমেরিকার দেশ চিলির আটাকামা মরুভূমি থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। দেশটির লা নোরিয়ায় ধনসম্পদ খুঁজতে গিয়ে কঙ্কালটি পেয়েছিলেন অস্কার মুনো নামের এক ব্যক্তি।

কঙ্কালটির দেহে পাঁজর রয়েছে মাত্র ১০টি। এক যুগেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা জানতে চাইছিলেন, ত্রিকোণা মাথার অদ্ভুত দেখতে কঙ্কালটি কি আদৌ ভিনগ্রহের?

১৮ বছর পর পাওয়া গেল সেই জিজ্ঞাসার উত্তর। রহস্যভেদ করলেন বিজ্ঞানীরা।

তাদের দাবি, কঙ্কালটি একটি শিশুর। আনুমানিক ৪০ বছর আগে তার মৃত্যু হয়। জন্মের পর পরই শিশুটির মৃত্যু হয়েছিল। জিনগত সমস্যার কারণে শরীরের বিকৃত গঠন এবং হাড়ের বিকাশ ঘটেনি। বামনত্বের কারণেই এমন হয়েছে বলে দাবি বিজ্ঞানীদের।

সব মিলিয়ে এক যুগেরও বেশি সময় ধরে যে জল্পনা চলছিলো, তাতে পানি ঢাললেন বিজ্ঞানীরা।

তারা জানিয়েছেন, আটা কোনও ভিনগ্রহের প্রাণী নয়, মানবসন্তানের কঙ্কাল।

সূত্র: ইন্ডিয়া টাইমস, এবিপি আনন্দ
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি