ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমিকার মাকে কিডনি দেওয়ার এক মাস বাদেই ব্রেকআপ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ২০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১০:৫২, ২০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

মেক্সিকোর মানুষ উজেল মার্টিনেজ। রবীন্দ্রনাথের গান হয়ত শোনেননি। তবে প্রেমে তিনি একরকম নিজেকে ডুবিয়েই ফেলেছিলেন। প্রেম তার এতটাই যে, প্রেমিকার অসুস্থ মাকে নিজের একটি কিডনি দিয়ে দিয়েছিলেন এক কথায়। প্রেমিকা সেই দান নিয়েছেন, ঠিক একমাসের মাথায়।উজেলের সঙ্গে সমস্ত সম্পর্ক চ্ছিন্ন করেছেন তার প্রেমিকা। 

তবে গল্পের এখানেই শেষ নয়। পেশায় শিক্ষক উজেল নিজের দুঃখের কথা জানিয়ে একটি ভিডিয়ও রেকর্ড করেছিলেন। তাতে তিনি বলেছেন, অপরেশনের কয়েক সপ্তাহের মধ্যে তার সঙ্গে শুধু সম্পর্কই ভাঙেননি তার প্রেমিকা। অন্য একজনকে সঙ্গী হিসেবে বেছে নিয়ে বিয়েও করছেন।

উজেলের ওই ভিডিওটি আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। তাতে অনেকেই উজেলের প্রতি সহানুভূতি জানিয়েছেন, ভবিষ্যতে এমন ‘ভুল’ আর কখনও না করার পরামর্শও দিয়েছেন। মেক্সিকোর প্রেমিক অবশ্য জবাবে বলেছেন, ভুল হওয়ার আর কোনও জায়গা নেই। কারণ দান করার মতো আর কোনও অঙ্গই নেই তার কাছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি