ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

দূর থেকে মালা ছুঁড়ে দেওয়ায় বিয়েই ভেঙ্গে দিলেন পাত্রী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ২৯ জানুয়ারি ২০২২

ঠিকমতই চলছিলো বিয়ের আনুষ্ঠানিকতা। হঠাৎই পাত্রী বেঁকে বসলেন, ছাদনাতলায় দাঁড়িয়ে পাত্রকে সোজা জানিয়ে দিলেন তিনি এই  বিয়ে করবেন না! বিয়ে বাড়িতে আসা অতিথিরা তো একেবারে চমকে গেলেন পাত্রীর এমন কথায়। হঠাৎ এমন কী ঘটল, যার জন্য় এমন সিদ্ধান্ত নিলেন মেয়েটি।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। জানা যায়, ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। পুরোহিতও শুরু করে দেন বিয়ের মন্ত্র। ছাদনাতলায় তখন বর অপেক্ষা করছিলেন কনের জন্য। এক সময় কনেও এলেন। শুরু হল বিয়ের রীতি। সব কিছু ঠিকঠাকই এগোচ্ছিল। কিন্তু হঠাৎই ঘটল গণ্ডগোল। মালাবদলের সময়ই বরের আচরণে ক্ষেপে গেলেন কনে।

কনের অভিযোগ, বর নাকি মালাবদলের সময় দূর থেকে ছুঁড়ে দিয়ে গলায় মালা পরাতে গিয়েছিলেন। যা কিনা খুবই আপত্তিকর আচরণ। তৎক্ষণাৎ তাই অপমানিতবোধ করে বিয়েটাই বাতিল করে দিলেন তিনি।

পুরো ঘটনায় একবারে হতবাক দুই পরিবার। এমনকী, বর ও কনের পরিবারের মধ্য়ে এই ঘটনা নিয়ে তুমুল ঝামেলাও শুরু হয়ে যায়। তবে কনে তার সিদ্ধান্তেই অটুট রইলেন। কনের কথায়, ‘‘ বিয়ের সময়ই যদি বর এরকম আচরণ করে, তাহলে বিয়ের পর কোনওভাবেই সে তার স্ত্রীকে সম্মান করবে না।’’

তবে গোটা ঘটনাকে মিথ্যে বলে দাবি করেছেন পাত্র ও তার পরিবার। পাত্রের অভিযোগ, পুরোটাই মিথ্য়ে বলছে পাত্রী। ঘটনা একেবারে সাজানো। 

গত বছর জুলাই মাসে প্রায় এরকমই ঘটনা ঘটেছিলো ঝাড়খন্ডে। যেখানে ঠিক সাত পাকের আগে বর পছন্দ না হওয়ায় বিয়ে বাতিল করেছিলেন পাত্রী। শুধু এই ঘটনাই নয়, এর আগেও মাদক খেয়ে বিয়েতে আসায় বিয়ে বাতিল করেছিলেন কনে।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি