ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

৩০ বছর ধরে পুরুষ প্রবেশ নিষেধ, তবুও গর্ভবতী হন নারীরা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

গ্রামে ৩০ বছর ধরে কোনও পুরুষের প্রবেশ নেই। তবুও সেই গ্রামের নারীরা গর্ভবতী হয়ে পড়ছেন! বিষয়টি অবিশ্বাস্য লাগলেও আফ্রিকায় এমনই একটি গ্রাম আছে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে।

দক্ষিণ আফ্রিকার ঘন জঙ্গলে গড়ে ওঠা এই গ্রামে শুধু নারীরাই বাস করেন। জানা গেছে প্রায় আড়াইশো নারীর বাস সেখানে। 

গ্রামটির নাম উমোজা। ১৯৯০ সালে গ্রামটি গড়ে তোলেন ১৫ জন নারী।

শোনা যায় ব্রিটিশ সেনারা এই ১৫ জন নারীকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন করেছিলেন।

তার পর থেকেই পুরুষদের প্রতি ঘৃণা জন্মায় ওই নারীদের মনে। এ জন্য ঘন জঙ্গলের মধ্যে গ্রামটি গড়ে তোলেন তারা। একই সঙ্গে পুরুষদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়।

পুরুষদের সেখানে কোনও ভাবেই প্রবেশের অনুমতি নেই, সেখানে কীভাবে গর্ভবতী হচ্ছেন নারীরা? এই প্রশ্নটা স্বাভাবিক ভাবেই আসবে। 

না, এটা কোনও চমৎকার নয়। পুরুষের প্রবেশ নিষিদ্ধ হলেও রাতের বেলায় বহু পুরুষ চুপিসারে এই গ্রামে ঢোকেন। নারীরা তাদের মধ্যে থেকে নিজেদের পছন্দের মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।

গর্ভবতী হয়ে পড়ার পর ওই পুরুষের সঙ্গে আর কোনও রকম সম্পর্ক রাখেন না তারা। নারীরা সন্তানদের জন্ম দেন এবং নিজেরাই তাদের লালনপালন করেন।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি