ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রেললাইনে শুয়ে ফোনে কথা, শেষে যা ঘটল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ১৭ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

জীবন নিয়ে কী ছেলে খেলা চলে? চলে না বলেই হয়তো বেশিরভাগ মত দিবে। তবে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা দেখলে চোখ উঠে যাবে কপালে। বেশ শক্ত ভাবেই প্রশ্ন উঠবে, এ কী সাহসিকতা! বোকামি! নাকি পাকামি!

যাতে দেখা যাচ্ছে, এক নারী রেললাইনের উপর বসে নিশ্চিন্তে ফোনে কথা বলছেন। এদিকে যে ট্রেন এসে গিয়েছে তাতে তার ভ্রূক্ষেপ নেই। ট্রেন আসতে দেখে উঠে লাইন থেকে বেরিয়ে যাওয়া তো দূরের কথা, সেখানেই শুয়ে পড়েন তিনি। যথারীতি ট্রেন আসে এবং ওই নারীরর উপর দিয়ে চলে যায়।

যদিও সৌভাগ্যবশত ওই নারীর কোনও ক্ষতি হয়নি। ট্রেন চলে যাওয়ার পর আবার বহাল তবিয়তে উঠে বসেন তিনি। আগের মতোই ফোনে কথা বলতে থাকেন। একেবারে নির্বিকার, নির্লিপ্তভাবে। ভাবখানা এমন যেন কিছুই হয়নি এতক্ষণ। 
কিংবা যেটা হয়েছে, সেটা একেবারেই স্বাভাবিক। 

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দীপাংশু কাবরা নামের ভারতের এক পুলিশ অফিসার। নিমেষে তা ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওটি দেখার পর মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেটদুনিয়ায়। কেউ কেউ বলছেন, সাহসিকতার জন্য এই নারীকে পুরস্কার দেওয়া উচিত।
 
কারও আবার মত, এই পাকামির জন্য ওনার প্রাপ্য শাস্তি। আবার কারও কারও দাবি, এভাবে অকারণ ঝুঁকিপূর্ণ ‘খেলা’র জন্য তাকে গ্রেপ্তার করা উচিত। 

যদিও ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি।

সূত্রঃ সংবাদ প্রতিদিন
আরএমএ/এমএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি