ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সত্তরোর্ধ্ব নারীর প্রেমে হাবুডুবু ১৯ বছরের যুবক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ২৮ মে ২০২২

Ekushey Television Ltd.

কথায় বলে, প্রেম অন্ধ। ধর্ম-বর্ণ-জাতপাত-লিঙ্গ কোনও কিছুই এর মাঝে বাধা হতে পারে না। মনের মিলই এখানে গুরুত্বপূর্ণ। আর অসম বয়সি প্রেম তো এখন অহরহই দেখা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে এমনই এক অসম বয়সি প্রেমকাহিনী।

শচীন-অঞ্জলি, অভিষেক-ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা-নিকের মতো দম্পতিরা প্রেমের ক্ষেত্রে বয়সের ট্যাবু আগেই ভেঙেছিলেন। এবার ইতালির ১৯ বছরের যুবক ‘গুসেপে ডি আনা’ প্রেমে পড়েছেন ৭৬ বছর বয়সি এক নারীর। দু’ জনের বয়সের ব্যবধান অন্তত ৫৭ বছর! 

শুধুমাত্র মনে মনে প্রেম নয়, রীতিমতো লাল গোলাপ-আংটি দিয়ে হাঁটু গেড়ে বসে ঘটা করে প্রেমিকাকে প্রেম নিবেদন করে ফেলেছেন ওই যুবক। প্রেমিকের প্রস্তাব সাদরে মেনেও নিয়েছেন সত্তরোর্ধ্ব প্রেমিকা। 

২৪ মে টিকটকে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। ইতোমধ্যে ২ কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন সেটি।

ভিডিওতে আরও দেখা যায়, হাঁটু গেড়ে লাল গোলাপ দেওয়ার পাশাপাশি ঠোঁটে ঠোঁট রেখে প্রেমিকাকে চুম্বন করছেন ‘গুসেপে ডি আনা’। হিরার আংটি দিয়ে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলেছেন। আর প্রেমিকের এই আচরণে বেজায় খুশি প্রেমিকা। অল্প বয়সি প্রেমিককে আনন্দে জড়িয়ে ধরেছেন তিনি।

এই যুগল প্রেমের জোয়ারে যতই ভাসুক না কেন, নেটিজেনদের একাংশ বেজায় চটেছেন তাদের উপর। 

এক নেটিজেনের প্রশ্ন, “দিদিমা,তোমার অ্যাকাউন্টে কত কোটি টাকা রয়েছে? কত টাকার জন্য দিদিমার প্রেমে পড়লেন দাদা?” 

কেউ কেউ অবশ্য তাদের পক্ষেও কথা বলেছেন। তাদের দাবি, “যে কেউ যার ইচ্ছা প্রেমে পড়তে পারে। তাতে এত সমালোচনার কী আছে?” 

তবে যে যাই বলুক না কেন, প্রেমের জোয়ারে ভাসতে থাকা প্রেমিক যুগল বলছেন, ‘বয়স তো একটা সংখ্যা মাত্র’।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি