ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আদালত কক্ষে শত শত তেলাপোকা ছেড়ে দিলেন এক নারী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ১০ জুন ২০২২

Ekushey Television Ltd.

আদালত কক্ষে শত শত তেলাপোকা ছেড়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালতের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার অ্যালবানি সিটি কোর্টে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি মামলার আসামী আদালতের কার্যক্রম ভিডিও করতে শুরু করে। থামতে বলা হলে এ নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে যায়। এক পর্যায়ে প্লাস্টিকের কৌটায় করে আনা শত শত তেলাপোকা আদালত কক্ষে ছেড়ে দেন দর্শকসারিতে বসা এক নারী।

মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট জানিয়েছে, আদালতে দর্শক সারিতে থাকা ৩৪ বছর বয়সী ওই নারীকে উচ্ছৃঙ্খল আচরণ, সরকারি কাজে বাধা দেওয়া এবং শারীরিক সাক্ষ্য নষ্ট করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

আদালত প্রশাসন এক বিবৃতিতে বলেছে, ‘যা ঘটেছে তা ওকালতি বা সক্রিয়তা নয়, এটি  কার্যধারাকে ব্যাহত করার এবং ক্ষতি করার অভিপ্রায়ে অপরাধমূলক আচরণ।’

তেলাপোকা থেকে মুক্তি পেতে ধোঁয়া দেওয়ায় আদালত কক্ষটি ওই দিন বন্ধ ঘোষণা করা হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি