ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

১২তম স্বামীর সন্ধানে মনেট ডিয়াজ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ১৮ জুন ২০২২

মনেট ডিয়াজ

মনেট ডিয়াজ

এখন পর্যন্ত বিয়ে করেছেন ১১ বার, টেকেনি কোনোটিই। তবুও হাল ছাড়তে নারাজ মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী এই নারী। 

নাম মনেট ডিয়াজ, মনটাও দিয়ে ফেলেন বারে বারে। গঙ্গারাম তবু ১৯ বারে থেমেছিলেন, ইনি কবে থামবেন- জানেন না কেউ। পার্থক্য একটাই গঙ্গারাম ম্যাট্রিক পরীক্ষা দিতেন, আর মনেট দিচ্ছেন দাম্পত্যের পরীক্ষা। ১১তম বিয়েও ভেঙে গেছে তার, সেই ভাঙা মন দিতেই হন্যে হয়ে দ্বাদশ স্বামী খুঁজছেন তিনি।

৫২টি বসন্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের ইউটার বাসিন্দা মনেট ভেবেছিলেন একাদশতম সঙ্গী জন-ই বুঝি তার ‘আপনজন’। একসঙ্গে যোগ দিয়েছিলেন একটি রিয়্যালিটি শো-তেও। কিন্তু সেই অনুষ্ঠান চলাকালীনই ফের ছন্দপতন। সেখানেই বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। আর তা থেকেই বিচ্ছেদের দিকে গড়ায় সম্পর্ক।

প্রাক্তন স্বামীদের নিয়ে ক্রিকেট দল গঠন করার উপক্রম হলেও এখনই থামতে নারাজ মনেট ডিয়াজ। ভালোবাসার ব্যাপারে যে তিনি এখনই হাল ছাড়তে নারাজ, তা ওই অনুষ্ঠানেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মনেট। সঙ্গে এ-ও জানিয়েছেন যে, সদ্য প্রাক্তন জনকে তিনি এতটাই ভালবাসেন যে, তাকে ভুলতে ‘বিস্তর সময় লাগবে’ তার। 

কতটা সময়? প্রশ্ন করা হলে মনেটের জবাব, ‘নিদেন পক্ষে দু’মাস!’

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি