ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এত বড় কান! জন্মেই বিশ্বরেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ২২ জুন ২০২২ | আপডেট: ১২:২৪, ২২ জুন ২০২২

Ekushey Television Ltd.

পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা মুহাম্মদ হাসান নারেজোর বাড়িতে ঘটেছে বিশ্ব রেকর্ড করার মত ঘটনা। তার খামারের নুবিয়ান জাতের একটি ছাগল জন্ম নিয়েছে ১৯ ইঞ্চি লম্বা কান নিয়ে! গিনেস রেকর্ড ইতোমধ্যেই খোঁজখবর শুরু কেরেছে ছাগলটির বিষয়ে। খুব শিঘ্রই ছাগল ছানাটিকে স্বীকৃতি দিতে পারে গিনেস কর্তৃপক্ষ। 

হাসান ছাগলটির নাম রেখেছেন সিম্বা। এত লম্বা কানের কারণে সে যখন মাটিতে হাঁটে, তখন তার দুই কান মাটিতে লুটায়। ফলে যাতে সে আঘাত না পায়, সে জন্য সারাক্ষণ হাসান খেয়াল রাখেন। সিম্বাকে দেখতে আশপাশের সবাই ভিড় জমাচ্ছেন তার বাড়িতে।

সিন্ধু প্রদেশের নুবিয়ান ছাগলদের কান সাধারণত লম্বাই হয়। যেহেতু পাকিস্তানের ওই এলাকা অতি উষ্ণাঞ্চলের মধ্যে পড়ে, গ্রীষ্মকালের গড় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস, তাই লম্বা কানের সাহায্যে বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় নুবিয়ান ছাগল শরীর ঠাণ্ডা রাখে, জানিয়েছেন প্রাণী বিজ্ঞানীরা।

তবে কোন ছাগলের কানের সাইজ ১৯ ইঞ্চি হয়নি এই পর্যন্ত। পৃথিবীতে এত লম্বা কানের ছাগল দ্বিতীয়টি নেই বলেই জানা গিয়েছে। জিনের সমস্যার কারণেই এই কাণ্ড ঘটেছে। অতএব, সিম্বার মালিকের আশা, খুব শিঘ্রই তার প্রিয় পোষ্যের নাম উঠবে গিনেস ওয়ার্ল্ড বুকে। 

উল্লেখ্য, পাকিস্তানের সিন্ধু প্রদেশে এই জাতের ছাগলের খামার ঘরে ঘরে। পুষ্টিগুণের কারণে এদের দুধের দাম অনেক। এছাড়াও নুবিয়ান ছাগলের দুধ থেকে তৈরি ক্রিম, মাখন, আইসক্রিম জনপ্রিয় পাকিস্তানে।

সূত্র: সংবাদ প্রতিদিন

এমএম/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি