ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সোনার চেন নিয়ে পালালো পিঁপড়ার দল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ৩০ জুন ২০২২

সোশ্যাল মিডিয়া যেন সমান্তরাল এক জগত! সেখানে মাঝেমাঝেই এমন ঘটনা ঘটে, যার সঙ্গে বাস্তব দুনিয়ার বহুদূরের সম্পর্ক! ৩০ জুন আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া দিবসের প্রাককালে তেমনই এক কাণ্ড ভাইরাল হল ভার্চুয়াল পৃথিবীতে। একদল পিঁপড়ার ডাকাতি করা দেখে চমকালো নেটিজেনরা। 

ভিডিওতে দেখা গেল, পিঁপড়ার দল একটি সোনার চেন তুলে নিয়ে যাচ্ছে। নেটিজেনরা মজা করে কমেন্টে লিখেছেন, কোন উদ্দেশ্যে এই ডাকাতি? এই অপরাধে তদন্তে পুলিশ নামবে? কোন আদালতে পিঁপড়ার বিরুদ্ধে মামলা উঠবে?

ভিডিওটি রিটুইট করে এক নেটিজেন লিখেছেন, “ক্ষুদ্র স্মাগলার, প্রশ্ন হল, আইনের কোন ধারা লগু হবে?” 

একজন লিখেছেন, “কাক-পাখিকে অনেক সময় গৃহস্থালির টুকিটাকি, খাবার নিয়ে উড়ে পালায় জানা ছিল। কিন্তু এরা তো মারাত্মক! আস্ত সোনার চেন নিয়েই পালাচ্ছে! জোট বেধে কাজ করার সুফল।” 

এক নেটিজেনের বক্তব্য, “মানুষ কোনওদিন ওদের শৃঙ্খলা, একতাকে হারাতে পারবে না।” 

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি