ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

১০ দিনের প্রেমে ৭০ বছর বয়সী যুগলের বিয়ে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ২০ জুলাই ২০২২ | আপডেট: ১২:৪৭, ২০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ভালোবাসা যেন কোনো কিছুতেই বাঁধা মানে না। আরও একবার সে কথা প্রমাণ করলেন আমেরিকার ফ্লোরিডার সিনথিয়া কেজ এবং জেমস ক্লার্ক দম্পতি। ৭০ বছর বয়সি এই বয়স্ক জুটি বিয়ে করেছেন মাত্র ১০ দিনের পরিচয়ে। 

ফ্লোরিডার এক সংবাদমাধ্যমকে সিনথিয়া জানান, তার স্বামী মারা গেছেন দীর্ঘদিন আগে। রয়েছে ৩৮ বছরের এক ছেলেও। জীবনে দ্বিতীয় কোন পুরুষ আসবেন, এ কথা তিনি কোনো দিন ভাবতেও পারেননি। কিন্তু সব হিসাব ওলটপালট হয়ে যায় লাস ভেগাসে গিয়ে।

সেখানে এক ক্যাসিনোতে পোড়খাওয়া পোকার খেলোয়াড় জেমস ক্লার্কের সঙ্গে প্রথম দেখা হয় সিনথিয়ার। এক মেয়ের বাবা ক্লার্ক ১০ বছর ধরে বিবাহবিচ্ছিন্ন। প্রথম আলাপেই প্রেমে পড়ে যান দুজন। সিরথিয়ার সঙ্গে সোজা ফ্লোরিডায় চলে আসেন ক্লার্ক। ১০ দিনের আলাপেই বিয়ে করে ফেলেন দুজন।

বর্তমানে সিনথিয়া ও তার ছেলের সঙ্গে পাকাপাকি ভাবে ফ্লোরিডাতেই থাকেন ক্লার্ক। বিয়ে সেরেছেন সেখানকার সমুদ্রসৈকতে।

দম্পতি জানিয়েছেন, দুজনে নাকি একে অন্যের পরশ ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না। এমনকি, এক এক দিন নাকি পাঁচ থেকে ছয় ঘণ্টা কেটে যায় গহীন অন্তরঙ্গতাতেই।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি