১১ লাখ ডলারে বিক্রি অ্যাডলফ হিটলারের ঘড়ি
প্রকাশিত : ১২:০৪, ৩০ জুলাই ২০২২
জার্মানির ফ্যাসিস্ট নেতা অ্যাডলফ হিটলার। সম্ভবত ১৯৩৩ সালে তার জন্মদিনে উপহার হিসেবে একটি ঘড়ি পেয়েছিলেন তিনি। সেই ঘড়িটি এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক নিলামে বিক্রি হলো ১১ লাখ মার্কিন ডলারে (৯ লাখ পাউন্ড)।
হুবার টাইমপিসের ঘড়িটি কিনে নিয়েছেন একজন অজ্ঞাত ব্যক্তি। ঘড়িতে নাৎসি নেতার নামের আদ্যাক্ষর এএইচ খোদাই করা আছে।
যদিও ম্যারিল্যান্ডের আলেকজান্ডার ঐতিহাসিক নিলামকেন্দ্রে এটি বিক্রির আগে নিলামের বিষয়ে ইহুদি নেতারা নিন্দা জানিয়েছিলেন।
অ্যাডলফ হিটলার নাৎসি জার্মানির নেতৃত্ব দিয়েছেন ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত। তার শাসনামলে প্রায় ১১ লাখ মানুষ তিনি হত্যা করেছেন বলে ধারণা করা হয়—যার মধ্যে শুধু ইহুদির সংখ্যা ৬০ লাখ।
নিমালকেন্দ্র দ্বারা এক মূল্যায়নে অনুমান করা হয়, ঘড়িটি ১৯৪৫ সালের মে মাসে যখন ৩০ জনের মতো ফরাসি সেনা হিটলারের বেরগফে হামলা চালায় তখন স্যুভেনির হিসেবে নেওয়া হয়।
এসএ/