ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভাইরাল হতে গিয়ে শিশুর মুখে সিগারেট দিয়ে গ্রেপ্তার হলেন যুবক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ১১ আগস্ট ২০২২

এই সোশ্যাল মিডিয়ার যুগে কিছু মানুষ কতকিছু করেই না ভাইরাল হতে চায়! অনেকের তো আবার একমাত্র লক্ষ্য কি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বা হিরো হওয়া যায়। আর সেই লোভে অন্যকে বিপাকে ফেলতে পিছ পা হয়না অনেকেই। সম্প্রতি তেমনই এক অপ্রীতিকর কাজ করে গ্রেপ্তার হলেন মালোয়েশিয়ার এক যুবক। 

সেই যুবক ভিডিও ভাইরাল করার লোভে শিশুর মুখে ই-সিগারেট গুঁজে দেন। ভিডিওটি বাস্তবেই ভাইরাল হয়। এবং তাতে অবশ্য বিপদে পড়েন তিনি।

এ প্রসঙ্গে মালোয়েশিয়ার উত্তর জোহোর বারু জেলার পুলিশ কর্মকর্তা আবেদ ওয়াহিদ জানিয়েছেন, বছর ২৩-এর যুবক এই কাজ করেছেন। এখন যার নাম প্রকাশ্যে আনা হচ্ছে না। বন্ধুর বোনের সন্তানের সঙ্গে এই কাজ করেন তিনি। ওই দিন বন্ধু ও বন্ধুর দুই বোনের সঙ্গে একটি রেস্তরাঁয় খেতে যান যুবক। সেখানে শিশুসন্তানের মুখে মজা করে একটি ই-সিগারেট চেপে ধরেন যুবক। ওই দৃশ্য ভিডিও রেকর্ড করে শিশুটির মাসি। পরে যা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। মুহূ্র্তে ভাইরাল হয় ভিডিওটি। কিন্তু বিতর্ক শুরু হয়। দুধের শিশুর মুখে ই-সিগারেট গুঁজে দেওয়ায় নিন্দার ঝড় ওঠে। সকলেই দায়িত্ব জ্ঞানহীন বলে দেগে দেয় যুবককে। 

ঘটনার সময় রেস্তরাঁয় উপস্থিত থাকলেও তরর সন্তানের মুখে ই-সিগারেট গুঁজে দেওয়ার কথা জানা ছিল না মায়ের। তিনি ভিডিওতে সেই কাণ্ড দেখেন এবং বেজায় রেগে যান। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন যুবকের বিরুদ্ধে। এবং অজ্ঞাতনামা ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ কর্মকর্তা আবেদ ওয়াহিদ আরও জানিয়েছেন, গত ৮ আগস্ট গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। দোষ প্রমাণিত হলে শিশু নির্যাতনের অভিযোগ ২০ বছর অবধি জেল হতে পারে যুবকের। এইসঙ্গে ৯০ হাজার টাকা জরিমানা হতে পারে। এত কঠিন শাস্তির পরে কি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার লোভে উদ্ভট তথা ভয়ংকর কাণ্ড ঘটানো কমবে?

সূত্রঃ সংবাদ প্রতিদিন
আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি