ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পাইথন সাপকে জড়িয়ে কী করছেন তরুণী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ১৫ আগস্ট ২০২২ | আপডেট: ১৭:০৬, ১৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

একটি বিশাল আকারের পাইথন। দেখলেই ভয়ে শিরদাঁড়া পর্যন্ত কেঁপে ওঠে। কিন্তু সেই দুর্দান্ত পাইথনকেই সর্বাঙ্গে জড়িয়ে নিলেন এক তরুণী! কী করছেন তিনি?

ইনস্টাগ্রামে রেপটাইল জু নামে একটি অ্যাকাউন্টে সম্প্রতি শেয়ার করা হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, একটি অতিকায় ধবধবে পাইথন সাপকে অবলীলায় গায়ে জড়িয়ে ঘুরছেন এক তরুণী। 

সাপটি মাঝেমাঝেই জিভ বার করে এ দিক-ও দিক চাইছে। তরুণীর হাত ছাড়িয়ে চলে যেতে চাইছে অন্য জায়গায়। মাঝে দু’এক বার তরুণীর শরীর থেকে নেমেও যেতে চাইছে অতিকায় সাপটি। কিন্তু তরুণী যেন কিছুই হয়নি ভঙ্গিতে সাপটিকে ঘাড়ে, কাঁধে ঘোরাতে ঘোরাতে চলেছেন হেঁটে। যা দেখে অন্তরাত্মা খাঁচাছাড়া সবার!

ওই অ্যাকাউন্টে লেখা হয়েছে, সাপটির মূল নাম ‘অ্যালবিনো রেটিকুলেটেড পাইথন’। আমেরিকার ক্যালিফোর্নিয়ার ফাউন্টেন ভ্যালিতে আপাতত তার বাস। ওই কৃত্রিম উদ্যানে নানা জাতের এবং রঙের সরীসৃপ রয়েছে। তার মধ্যে সবার নজর কেড়ে নিয়েছে অতিকায় সাদা পাইথনটি।

 

সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি