ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

৭০ জনকে দাওয়াত, এলেন এক সহকর্মী, অভিমানে চাকরি ছাড়লেন তরুণী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৭, ১৬ আগস্ট ২০২২ | আপডেট: ২২:১০, ১৬ আগস্ট ২০২২

রাতারাতি চাকরিই ছেড়ে দিলেন চীনা এক তরুণী। যেহেতু নিমন্ত্রণ করা সত্ত্বেও সহকর্মীরা তার বিয়েতে হাজির হননি। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। বিয়েতে সহকর্মীরা আসেননি বলে যে কেউ অভিমান করে সেই সংস্থার চাকরি ছেড়ে দিতে পারেন, এমনটা অনেকেই ভাবতে পারছেন না।

তরুণীর নাম প্রকাশ করেনি চিনের ওই সংবাদমাধ্যম। তবে জানা গিয়েছে, বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরেই রীতিমতো বিয়ের কার্ড দিয়ে অফিসের সমস্ত সহকর্মীকে নিমন্ত্রণ করেছিলেন তিনি।

প্রথম ভেবেছিলেন উচ্চপদস্থ কয়েকজন ও তার ঘনিষ্টদেরই কেবল নিমন্ত্রণ করবেন। কিন্তু পরে তার মনে হয়, এই কাজ ঠিক হবে না, খারাপ দেখাবে। তাছাড়া দুঃখ পেতে পারেন কিছু সহকর্মী।

অনেকেই হয়তো তার আনন্দ অনুষ্ঠানে নিমন্ত্রণ পাবেন বলে আশা করে বসে আছেন। তাই শেষ পর্যন্ত যে সংস্থার কর্মরত সেখানকার ৭০ জন সহকর্মীকেই নিমন্ত্রণ করেন।

কিন্তু বিয়ের সন্ধ্যায় যা ঘটে তা কোনওভাবেই আশা করতে পারেননি ওই তরুণী। দেখা যায় আমন্ত্রিত ৭০ জন সহকর্মীর মধ্যে কেবল একজন এসেছেন সেদিনের নিমন্ত্রণ রাখতে।

এদিকে সহকর্মীদের খাওয়া-দাওয়ার জন্য আলাদা করে ছ’টি টেবিল ঠিক করে রেখেছিলেন তরুণী। পরিবারকে বলে এলাহি খাবারের ব্যবস্থাও করেন। কিন্তু সহকর্মীরা এখন না আসায় পরিবারের সদস্যদের সামনে চরম অস্বস্তিতে পড়েন তরুণী। অন্যদিকে নষ্ট হয় বিপুল পরিমাণ খাবারও।

গোটা ঘটনায় ভীষণ মন খারাপ হয় তরুণীর। এমনকী অভিমানে পরদিন সকালে অফিসে ঢুকেই আগে কাজে ইস্তফা দেন তিনি। এইসঙ্গে সহকর্মীদের জানিয়ে দেন, গোটা অফিসকে নিমন্ত্রণ করা সত্ত্বেও বিয়েতে প্রায় কেউ আসেননি বলেই সংস্থার কাজ ছাড়ছেন তিনি। এদিকে তরুণী ইস্তফা দেওয়ায় বিরাট অস্বস্তিতে পড়েছেন সহকর্মীরা।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি