ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাজাপোড়ায় আসক্তি, সন্তানের নাম ‘পকোড়া’ রাখলেন ব্রিটিশ দম্পতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ৫ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

শেক্সপিয়র যতই দাবি করুন, নামে কিছু এসে যায় না, এটা কি অস্বীকার করা যায় যে নাম এমন এক বিষয় যাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়? কত সব বিচিত্র নাম দেখা যায়। তাদের মালিকদের যে কারণে পড়তে হয় বিড়ম্বনায়। এবার জানা গেল, এক সদ্যোজাত কন্যার নাম নাকি রাখা হয়েছে পকোড়া! হ্য়াঁ, ব্রিটিশ এক দম্পতির কাণ্ডে তাজ্জব নেট দুনিয়া।

কিন্তু কেন? কেন এমন আজব নামকরণ? কারণটাও সহজেই অনুমেয়। ভাজাপোড়া অর্থাৎ ‘পকোড়া’ খেতে ভালবাসেন আয়ারল্যান্ডের শিশুটির মা-বাবা। গত ২৪ আগস্ট ভূমিষ্ঠ হয় তাদের সন্তান। এরপরই স্থির করা হয়, নতুন শিশুর নাম এই খাবারের নামেই রাখবেন তারা। আসলে নিউটাউন অ্যাবির ‘দ্য ক্যাপ্টেনস টেবিল’ নামের এক রেস্তরাঁয় খেতে যেতেন ওই দম্পতি। সেখানকার ভারতীয় উপমহাদেশের খাবারের প্রতি আকৃষ্ট হন তারা। এর মধ্যে পকোড়ার আকর্ষণ সবচেয়ে বেশি। তাই শেষ পর্যন্ত ওই নামই রাখা মনস্থ করে ফেলেন দু’জনে মিলে।

রেস্তরাঁটির পক্ষ থেকে টুইটারে পোস্ট করে লেখা হয়েছে, ‘এই প্রথম! পকোড়াকে স্বাগত। তোমার সঙ্গে দেখা করার আর তর সইছে না।’ সেই সঙ্গে তারা শেয়ার করেছে শিশুটির বাবার দেওয়া একটি নোট। যেখানে জানানো হয়েছে, ‘আমার স্ত্রী আমাদের নবজাতককে পকোড়া নামে ডেকেছে। ‘দ্য ক্যাপ্টেনস টেবিলে’ আমার স্ত্রীর প্রিয় ডিশের নামেই এই নামকরণ।’

স্বাভাবিক ভাবেই পকোড়া যে কারও নাম হতে পারে তা জেনে অবাক হয়েছেন নেটিজেনরা। নানা মজার মন্তব্য জমা পড়েছে কমেন্ট সেকশনে। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি