ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

বিহার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী মোদি আর ধোনি? এও সম্ভব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ১২ সেপ্টেম্বর ২০২২

বিএ তৃতীয় বর্ষের পরীক্ষায় বসতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ! অবশ্য তিনি একা নন, তার মতো ওই একই পরীক্ষায় বসার অনুমতি চেয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিও! ভাবছেন এসব কী? এসবই হল বিহারের এক বিশ্ববিদ্যালয়ে বি এ তৃতীয় বর্ষের পরীক্ষার অ্যাডমিট কার্ড। তাতেই প্রধানমন্ত্রী মোদি এবং ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছবি ছাপা হয়েছে। 

জানা গিয়েছে, বিহারের ওই বিশ্ববিদ্যালয়ে বিএ তৃতীয় বর্ষের পরীক্ষার প্রস্তুতি চলছে। তার জন্য পরীক্ষার্থীদের অনলাইনে অ্যাডমিট কার্ডের আবেদনপত্র পূরণ করতে বলেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমস্ত আবেদনপত্র জমা পড়লে তাতে অনুমোদন দিতে গিয়ে আধিকারিকরা কয়েকজন আবেদনকারীদের ছবি দেখে চমকে যান। কারণ পরীক্ষার হলে ঢোকার অনুমতিপত্রে পরীক্ষার্থীদের ছবির জায়গায় জ্বলজ্বল করছিল দেশের প্রধানমন্ত্রী ও  ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়কের ছবি।

শুধু তাই নয়, রাজ্যের রাজ্যপাল ফাগু চৌহানেরও ছবি রয়েছে একটি আবেদনপত্রে। ঘটনাটি কিছু পরীক্ষার্থীরই কুকীর্তি অনুমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ক্ষুব্ধ কর্তৃপক্ষ এমন কাজ বরদাস্ত করবে না বলেই জানিয়ে দেয়।  এ বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমেই বিষয়টি নজরে আসে। প্রাথমিক তদন্তে ওই ছাত্রদের নামও জানতে পেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যারা অনলাইনে ফর্ম পূরণের সুযোগ নিয়ে দায়িত্বজ্ঞানহীন এই কাজ করেছেন, তাদের উপযুক্ত শাস্তি হবে। বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি