ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

প্লেনের খাবারে আরশোলা! প্যাকেট খুলতেই ভয়ে সিঁটিয়ে যাত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ১৭ অক্টোবর ২০২২

ফ্লাইটের টিকিটের দাম অনেকটাই বেশি। সঙ্গে রয়েছে বিলাসবহুল অভিজ্ঞতা নেওয়ার সুযোগও। ভিস্তারা এমনই একটি বিমান সংস্থা, যেখানে বলা হয় যে যাত্রী স্বাচ্ছন্দ্যেই শেষ কথা। সেই মতোই বিমানের টিকিটের দামও রাখা হয়। খাবার থেকে আসন- সবের জন্যই বিশেষ চার্জও করে এই বিমান সংস্থাটি। সে হেন সংস্থার খাবারে কি না পাওয়া গেল আরশোলা! 

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে। যে যাত্রীর সঙ্গে এমনটা হয়েছে তিনি বিরক্ত তো বটেই, পাশাপাশি হতচকিতও। নিকুল সোলাঙ্কি নামের ওই যাত্রী নিজের এই মারাত্মক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তার টুইটার অ্যাকাউন্টে। তিনি জানিয়েছেন, ভিস্তারা ফ্লাইটে যাত্রার সময় খাবার অর্ডার করেছিলেন। সেই প্যাকেটজাত খাবার খুলতেই চক্ষু চড়কগাছ। খাবারের মধ্যে রয়েছে আরশোলা। বিলাসবহুল ফ্লাইটে এই খাবারের মান দেখে তা নিয়ে উষ্মাও প্রকাশ করে অভিযোগ জানিয়েছেন ওই যাত্রী। 

নিকুলের এই টুইটে ট্যাগ করা হয়েছে বিমান সংস্থাটিকেও। এই ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছে তারা। সংস্থার তরফে টুইটে বলা হয়েছে, "হ্যালো নিকুল, আমাদের খাবার সবসময়ই গুণগত মানে সেরা দিতে হবে, এই মনোভাব নিয়ে তৈরি করা হয়। আপনি আমাদের বিমানের সমস্ত বিস্তারিত তথ্য দিন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।" 

তবে ভিস্তারার এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাকি নেটিজেনরাও। একজন বলেছেন, এবার তো ট্রেনের পাশাপাশি ফ্লাইটেও এসব পোকামাকড় পাওয়া যাচ্ছে। 

সূত্র: এবিপি আনন্দ

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি