ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কাউকে ফেরাতে পারেন না, ৬১-তে ৮৮তম বিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ৩ নভেম্বর ২০২২

বারবার বিয়ে করার জন্য ইন্দোনেশিয়ায় ‘প্লেবয় কিং’ নামে বেশ খ্যাতি রয়েছে কানের। এ বারে তার সেই খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ৬১ বছর বয়সি কান পেশায় কৃষক। 

জানিয়েছেন, তিনি কোনও মহিলাকে ফিরিয়ে দিতে পারেন না।

তবে এ বারে যাঁকে বিয়ে করছেন কান, সেই পাত্রী কানেরই ৮৬তম স্ত্রী। নিজের প্রাক্তন সহধর্মিনীকে ফের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান তিনি। কান বলেন, ‘‘বহু দিন আগে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের সেই ভালবাসা আজও প্রবল।’’ 

কান জানিয়েছেন, পাত্রীও তাকে খুব ভালবাসেন। সেই কারণেই ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত। তবে তাদের প্রথম দফার বিয়ে সে বারে এক মাসের বেশি টেকেনি।

কান প্রথম বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে। সেই বিয়েতে কনে ছিল তার থেকে দু’বছরের বড়। বিয়ে ভাঙার জন্য নিজেকেই দুষেছেন কান। গণমাধ্যমকে বলেছেন, ‘‘আমার আচরণ সেই সময় খুব খারাপ ছিল। আমার খারাপ ব্যবহারের জন্যই দু’বছর পরে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন আমার প্রথম স্ত্রী।’’ 

তবে খারাপ ব্যবহার বলতে তিনি কী বলতে চেয়েছেন, তা উল্লেখ করেননি।

কান জানিয়েছেন, প্রথম বিয়ে ভাঙার পরে তাঁর রাগ হয়। আধ্যাত্মিক জ্ঞান আহরণের দিকে ঝোঁকেন তিনি। তার জোরেই ঠিক করে নিয়েছিলেন, এ বারে বহু মহিলা তার প্রেমে পড়বেন। 

কানের কথায়, ‘‘সে যাই হোক, মহিলাদের জন্য অসম্মানজনক, এমন কোনও কাজ আমি করি না। কারও মন নিয়ে খেলাও করি না।’’ গত ৮৭টি বিয়েতে কানের কতগুলি সন্তান, তা জানা যায়নি। সূত্র: আনন্দবাজার

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি