ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বানরের হার্ট অ্যাটাক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:০৬, ২৫ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সিংহকে পশুরাজ বলা হলেও শৌর্য-বীর্য, হিংস্রতায় বাঘও কম নয়। বাঘের গর্জনে অন্তরাত্মায় কাঁপন ধরে না, এমন প্রাণী খুব কমই আছে। সম্প্রতি এর আরেকটি উদাহরণ পাওয়া গেছে ভারতের উত্তর প্রদেশের দক্ষিণাঞ্চলীয় কোতয়ালি মোহাম্মদি এলাকার ভেট বনে।


বাঘের গর্জনে সেখানে হার্ট অ্যাটাকে মারা গেছে ১২টি বানর। বন বিভাগের কর্মীরা জানান, গত সোমবার বানরগুলোর মৃতদেহ উদ্ধার করে তারা লোকালয়ে নিয়ে আসেন। প্রথমে ধারণা করা হয়েছিল, বানরগুলোকে কেউ বিষ প্রয়োগ করে মেরেছে। কিন্তু পোস্টমর্টেমের পর জানা যায়, এগুলো আসলে হার্ট অ্যাটাকে মারা গেছে।


স্থানীয়রা জানান, যেদিন বানরগুলোর মৃতদেহ উদ্ধার করা হয়, সেদিন তারা ওই এলাকায় বেশ কয়েকবার বাঘের গর্জন শুনেছেন। ধারণা করা হচ্ছে, গর্জনের ফলে ভয়েই বানরগুলোর হার্ট অ্যাটাক হয়েছে। স্থানীয় চিকিৎসক ডা. সঞ্জীব কুমার বলেন, পোস্টমর্টেমে নিশ্চিত হওয়া গেছে, বানরগুলো হার্ট অ্যাটাকে মারা গেছে। ওই অঞ্চলে বাঘের আনাগোনা অনেক বেশি। এ ছাড়া স্থানীয়রাও অনেকে বাঘের গর্জনের কথা বলেছেন। তাই ধারণা করা হচ্ছে, ভয়েই বানরগুলো মারা গেছে।
সূত্র : মেইল অনলাইন ও মিরর।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি