ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

প্রাচীন মানবদেহের ডিএনএ আবিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৫:৫০, ২৯ মার্চ ২০১৮

আফ্রিকায় প্রাপ্ত বিশ্বের সবচেয়ে পুরানো মানবদেহের ডিএনএর গবেষণা বিজ্ঞানীদের আবার ভাবিয়ে তুলেছে। ১৫ হাজার বছর পূর্বের মানবদেহের ডিএনএ গবেষণা করে বিজ্ঞানীরা জানান, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চল থেকেই মানবজাতির উৎপত্তি হয়েছে।

প্রস্তরযুগে উত্তর আফ্রিকা, সাব-সাহারা আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বাসিন্দারা তখন থেকেই যোগাযোগ রক্ষা করে আসছিল। এদিকে এই ডিএনএ পরীক্ষার পর গবেষকরা বলছেন, জ্যোতির্বিদরা এ ক্ষেত্রে তাদের সহায়তা করতে পারেন। জার্মানির সায়েন্স অব হিউম্যান হিস্টরির গবেষক জোহান্স ক্রোজ ও চোংওন জিইং এ গবেষণা কার্যক্রম পরিচালনা করেন।

জিয়ং বলেন, উত্তর আফ্রিকা ও প্রাচ্য একসময় একই অঞ্চলের অন্তর্ভূক্ত ছিল। পৃথিবীর সবচেয়ে পুরানো গণকবর মরক্কোর একটি গুহায় গবেষণা চালিয়ে গবেষকরা এসব কথা বলেন। সমুদ্রের অভ্যন্তরে প্রাচীন একটি সভ্যতাও বেশ কয়েক বছর আগে আবিষ্কৃত হয়। সেখানে ইবারমাউরোসিয়ানস নামের গোষ্ঠী বাস করতো। আজ থেকে ১০ থেকে ২০ হাজার পূর্বে ওই জনগোষ্ঠী আফ্রিকা, প্রাচ্যে বাস করতো। আর তাদেরকেই বিশ্বের সবচেয়ে প্রাচীন মানব বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ইন্ডিপেনডেন্ট
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি