ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

প্রাণিজগতের রেকর্ডধারীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪২, ১০ এপ্রিল ২০১৮

কোন প্রাণী সবচেয়ে বড়, কোনটি সবচেয়ে লম্বা, কোনটির ওজন সবচেয়ে বেশি– এসব জানার আগ্রহ অনেকেরই আছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক, এমন জানা-অজানা কিছু তথ্য।

গ্রেট বাস্টার্ড

ইউরোপের সবচেয়ে ওজনদার উড়ন্ত পাখি এরা৷ এদের ওজন ১৫ কেজির বেশি হতে পারে৷ ভারী হওয়ার কারণে তারা বেশি উঁচুতে উঠতে পারে না৷ ফলে মাঝেমধ্যে বৈদ্যুতিক তারের সঙ্গে তাদের ধাক্কা লাগে৷

উটপাখি

বিশ্বের সবচেয়ে বড় পাখি এরা, যদিও তারা ওড়ে না৷ উচ্চতা সাধারণত ২ দশমিক ৭ মিটার আর ওজন ১৫ কেজি হয়ে থাকে৷

ভল্লুক

ডাঙায় বাস করা বিশ্বের সবচেয়ে বড় মাংসাশী প্রাণী ভল্লুক৷ যখন তারা পেছনের পায়ে ভর করে দাঁড়ায় তখন তারা প্রায় তিন মিটার দীর্ঘ হতে পারে৷

পোলার বেয়ার

আনুষ্ঠানিকভাবে এরা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী হিসেবে তালিকাভুক্ত৷ গড়ে এরা তাদের বাদামি রংয়ের আত্মীয়দের চেয়ে আকারে একটু বড় হয়ে থাকে৷ দেখতে সুন্দর হওয়ায় পর্যটকদের কাছে খুবই প্রিয় সাদা ভল্লুক৷ কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে৷

আফ্রিকান হাতি

ডাঙায় বাস করা বিশ্বের সবচেয়ে বড় প্রাণী আফ্রিকান হাতি৷ এদের মধ্যে সবচেয়ে বড়টি সাড়ে সাত মিটার দীর্ঘ হতে পারে৷ আর লম্বায় হতে পারে ৩ দশমিক ৩ মিটার৷ তাদের ওজন হতে পারে প্রায় ছয় মেট্রিক টন৷

জিরাফ

বিশ্বের সবচেয়ে লম্বা প্রাণী৷ উচ্চতা হতে পারে প্রায় সাড়ে পাঁচ মিটার৷ এমনকি একটি জিরাফের বাচ্চার উচ্চতা জন্মের সময় ১ দশমিক ৮ মিটার হয়ে থাকে৷ একটি বিষয় বোধ হয় অনেকের জানা নেই৷ প্রাণীদের মধ্যে তাদেরই রক্তচাপ সবচেয়ে উচ্চ৷

কুমির

লোনাপানির কুমিররা বিশ্বের সবচেয়ে দীর্ঘ সরীসৃপ হিসেবে বিবেচিত৷ দৈর্ঘ্যে তারা সর্বোচ্চ ছয় মিটার হতে পারে৷ এখন পর্যন্ত সবচেয়ে বড় যে কুমিরটির হিসেব রয়েছে তার ওজন ছিল প্রায় ১ দশমিক ৯ মেট্রিক টন৷

হাঙর

বিশ্বের সবচেয়ে বড় মাছ৷ ছবির এই হাঙরটি দৈর্ঘ্যে প্রায় ছয় মিটার৷ তবে কোনও কোনও হাঙ্গরের দৈর্ঘ্য এর দ্বিগুণও হতে পারে৷

নীল তিমি

বিশ্বের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি৷ এদের ওজন ১৮০ টন পর্যন্ত হতে পারে৷ দৈর্ঘ্য হতে পারে ৩০ মিটার পর্যন্ত৷

সূত্র: ডয়চে ভেলে

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি