ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠল ২৫০ বছর পর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ২১ এপ্রিল ২০১৮

জাপানের কিরিশিমা পর্বতে অবস্থিত একটি সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠল ২৫০ বছর পর। দেশটির মেটেরিওলজিক্যাল এজেন্সির মতে, ১৭৬৮ সালের পর আগ্নেয়গিরি জেগে উঠার এটাই প্রথম ঘটনা৷ আগ্নেগিরি জেগে উঠার পরই সাদা ধোঁয়ায় ঢেকে গেছে চতুর্দিক৷ এই ঘটনায় বিশ্ময় প্রকাশ করেছেন খোদ বিজ্ঞানীরা৷

ভৌগোলিক দিক থেকে যথেষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে জাপান৷ একে প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার বলে মনে করা হয়৷ এই দেশে বর্তমানে ১১০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে৷ আগ্নেয়গিরি বিস্ফোরণের পর প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। আশপাশের এলাকাসহ জায়গাটিকে `নো এন্ট্রি` জোন ঘোষণা করেছে দেশটির প্রশাসন।

প্রসঙ্গত, গত মার্চে এই ধরণের একটি সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছিল। সেটি জেগে উঠে প্রায় সাত বছর পরে৷ কিন্তু ২৫০ বছর পর আগ্নেয়গিরির জেগে উঠার বিষয়টি বিস্ময়-জাগানিয়া।

সূত্র: দ্য নিউইয়র্ক পোষ্ট

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি