ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

থাপ্পড় কাবাডি খেলতে গিয়ে করুণ মৃত্যু (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১, ২৬ এপ্রিল ২০১৮

পাঞ্জাবে থাপ্পড় কাবাডি জনপ্রিয় একটি খেলা। একে অপরের গায়ে নির্বিচারে থাপ্পড় মারাই হলো এই খেলার বৈশিষ্ট্য।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকারি মিয়া চাও উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্র বিলাল ও আমির। একদিন বিদ্যালয়ের খোলা মাঠে থাপ্পড় কাবাডি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে বিলাল ও আমির। আর বাকি বন্ধুরা দর্শক হয়ে উপভোগের সময় গুনছে। একপর্যায়ে তারা খেলা শুরু করে। একে অপরের গায়ে নির্বিচারে থাপ্পড় মারে বিলাল ও আমির। হঠাৎ বিলাল থাপ্পর খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। উপস্থিত কেউ বুঝতে পারেনি যে, বিলাল আঘাতে ব্যথা পেয়ে অজ্ঞান হয়েছে। প্রথমে তারা কেউ গুরুত্ব দেননি। কিন্তু একটু সময় যেতেই বুঝতে পারলো বেলাল নড়াচড়া করছেন না।
তখন দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বাঁধে আরেক বিপত্তি, চিকিৎসক চিকিৎসা দিতে দেরি করে। এরমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে কিশোর বিলাল।
সম্প্রতি বিলাল ও আমিরের এই খেলার ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যায় দুই বন্ধু হাসতে হাসতে একে অপরকে থাপ্পড় দেয়। ভিডিও প্রকাশের পর তা ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখুন :

এসএ./

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি