ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেখুন ভিডিও

ঈগলে ভর করে বিয়ের আসরে দম্পতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ১৬ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:৪১, ১৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিয়ে নিয়ে ভারতীয়দের ফ্যান্টাসি ক্রমশ প্রকট হচ্ছে। কেউ প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে ডুব দিচ্ছে জলের তলায়। কেউ আবার বেছে নিচ্ছে ডেস্টিনেশন ম্যারেজ। তবে হেলিকপ্টার, প্লেন এসব এখন ব্যাকডেটেড। সম্প্রতি ঈগলে চেপে ছাদনাতলায় হাজির হলেন দম্পতি।

ঈগলের সঙ্গে বাধা একটা খাঁচা, আর তাতে ভর করে একেবারে আকাশপথে আগমন নবদম্পতির। এমন দৃশ্যের সাক্ষী থাকল নিমন্ত্রিতরা। একটি ট্যুইটার হ্যান্ডেল ট্যুইট করেছে সেই ভিডিও। ক্যাপশনে লেখা হয়েছে “It’s a bird, it’s a plane, it’s the groom and bride. Indian weddings are getting out of hand.”

ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে মহম্মদ রফির গান “বাহার ফুল বর্ষাও।” আর উড়তে উড়তে আসছে দম্পতি। সেখানেই শেষ নয়। বাজি লাগানো ছিল সেই খাঁচার চারপাশে। সেগুলি ফুলঝুরির মত ফুটতে ফুটতে মাটিতে নামতে শুরু করল ঈগল।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি