বিশ্বের সর্বোচ্চ আগ্নেয়গিরি
প্রকাশিত : ১৫:৪১, ১৬ আগস্ট ২০১৮
‘ওহোস দেল সালাদো’। বিশ্বের সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরি। দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিমভাগে পূর্ব চিলিতে এটি অবস্থিত। এটি আরেক বিখ্যাত মরুভূমি আতাকামা’র পূর্বে আন্দিজ পর্বতমালাতে চিলি ও আর্জেন্টিনা সীমান্তের কাছে অবস্থিত।
জানা যায়, স্প্যানিশ শব্দ ‘ওহোস দেল সালাদো’ এর অর্থ লবণের চোখ। আগ্নেয়গিরিটির চারপাশে ছোট ছোট গর্ত রয়েছে, যেখানে শীতে বরফ জমা থাকে। দূর থেকে দেখলে এগুলো সাদা চোখের মতো দেখা যায়। এ কারণেই আগ্নেয়গিরিটির এ নাম দেওয়া হয়েছে।
আগ্নেয়গিরিটির উচ্চতা ৬ হাজার ৮৯৩ মিটার। মরুভূমির কাছাকাছি অবস্থিত হওয়ায় আগ্নেয়গিরিটি প্রায় সারা বছরই শুকনো থাকে। শুধু শীতকালে এখানে কিছুটা তুষারপাত ঘটে এবং গ্রীষ্মকাল আসার আগেই জমে থাকা বরফ গলে যায়।
পর্বতটির পূর্বদিকে প্রায় ২১ হাজার ফুট উচ্চতায় ১০০ মিটার চওড়া একটি লেক আছে, যার গভীরতা প্রায় ১৫ থেকে ৩০ ফুট। আর এটিই পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত কোনও জলাশয়। ওহোস দেল সালাদো একটি সক্রিয় আগ্নেয়গিরি। তবে এটির সর্বশেষ অগ্ন্যুৎপাত ঘটেছিল প্রায় তেরোশ’ বছর আগে।
একে//