ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নিলামে উঠছে টাইটানিকের নাবিকের ‘ভূতুড়ে’ আয়না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ২০ নভেম্বর ২০১৮

আয়নাটার বয়স ১১০ বছর। আয়নার মালিকের নাম এডওয়ার্ড জন স্মিথ। টাইটানিক জাহাজের অন্যতম নাবিক। এই আয়নাকে ঘিরেই শোরগোল পড়ে গেছে গোটা বিশ্বে।

১৯১২ সালের ১৪ এপ্রিল। পৃথিবীর ইতিহাসে এ এক কালো দিন। এই দিনই মাঝ সমুদ্রে হিমশৈলের চূড়ায় ধাক্কা মারে টাইটানিক। তার পরের ঘটনা সবার জানা।

তবে অনেকেরই জানা ছিল না, এডওয়ার্ড জন স্মিথ নামক এই নাবিকের কথা। নিলামের সূত্র ধরে এখন যখন তার নাম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তিনি সূক্ষ্ম দেহে বিরাজমান।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, নিলামে উঠতে চলেছে টাইটানিকের এ নাবিকের ব্যবহৃত আয়না। এই আয়নার নিলামে বিপুল দর ওঠার কারণ সম্পূর্ণ অন্য। আয়নার ব্যবহারকারীদের দাবি, মাঝেমধ্যেই আয়নায় মালিকের মুখ ভেসে ওঠে। সেটিই আয়নাটির প্রধান ইউএসপি।

নিলামকারী সংস্থা জানিয়েছে, আয়নাটির ন্যূনতম দাম সংস্থা রেখেছে বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৮৬ হাজার ৬০০ টাকা। কারণ টাইটানিক নিয়ে মানুষের উৎসাহ আজও চূড়ান্ত। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নিলাম হবে আয়নাটি।

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি