ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিউইয়র্কের আকাশে ভিনগ্রহীদের মহাকাশযানের আলো!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ৩১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৪৪, ৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কোনও দূর মফস্‌সল নয়, বন-জঙ্গলও নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আকাশই ভরে উঠল রহস্যময় নীলাভ আলোয়। আর তাকে ঘিরেই ছড়াত লাগল গুজব। সামাজিক মাধ্যমে এই আলোর ভিডিও ও ছবি ভাইরাল হয়ে উঠলে অনেকেই সাব্যস্ত করেন, ভিনগ্রহীদের কোনও মহাকাশযান থেকেই এই আলো ছড়াচ্ছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার নিউইয়র্ক মহানগরীর আকাশ ছেয়ে যায় রহস্যময় নীল আলোয়। অসংখ্য মানুষ এই আলো দেখে বিস্মিত হয়ে পড়েন। অনেক জায়গায় আতঙ্কও ছড়ায়। বেশ কিছু ভিডিও ও ছবি আপলোড হতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি নিয়ে যখন গুজব ও জল্পনা তুঙ্গে, তখন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের তৎপরতায় সমাধান হয় এই রহস্যের।

শহরে যখন ইউএফও নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে, তখন পুলিশকর্মী এডিসন প্লান্ট জানান, শহরের দু’টি জায়গায় দু’টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার খারাপ হয়েছে এবং সেগুলিতে আগুন লেগে গিয়েছে। এই আগুনের আলোই আকাশে প্রতিফলিত হয়ে অমন অপার্থিব দেখাচ্ছে। এতটাই উজ্জ্বল সেই আলো যে ম্যানহাটন থেকেও তা দৃশ্যমান হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের তৎপরতায় অবসান ঘটে গুজবের।

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি