ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভিন গ্রহের প্রাণী এবার ভারতের এক শহরে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ইউএফও দেখেছেন বলে এ যাবৎ বিশ্বের নানা প্রান্তের অনেকেই দাবি করেছেন। যদিও ভিন গ্রহের প্রাণীর সঙ্গে সেভাবে কারও মোলাকাত হয়েছে বলে জানা যায়নি। ছবিতে যদিও ‘ইটি’ বা ‘জাদু’ রূপে তাকে পর্দায় দেখেছেন অনেকেই।

এবার সেই এলিয়নকেই স্বচক্ষে দেখলেন ভারতের পুনে শহরের এক বাসিন্দা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, পুনের কোথরুড অঞ্চলের এক বাসিন্দা, মাস কয়েক আগে তার বাংলোর বাইরে গাছের সারিতে হঠাৎই এক ধরনের আলো দেখতে পান।

৪৭ বছরের ওই ব্যক্তির মনে হয় যে সেই আলো নির্গত হচ্ছে ভিন গ্রহের কোনও বস্তু থেকে। এবং পৃথিবী থেকে নিজেদের গ্রহে কোনও সাংকেতিক বার্তা পাঠানোর জন্যই সেই আলোর ব্যবহার করছিল এলিয়েনরা।

এই পুরো ব্যাপারটিই ওই ব্যক্তি ইমেইল করে পাঠিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রীর দফতরে। এবং পিএমও-র নির্দেশানুসারে, পুনের সিনগড় রোড পুলিশ থানা থেকে তদন্তও শুরু হয়।

কিন্তু লোকটির পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে যে লোকটি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। কয়েক বছর আগে তার ব্রেন হেমারেজ হওয়ার পর থেকেই তিনি এমন অস্বাভাবিক আচরণ করেন মাঝে মাঝে।

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি