ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

চুরি করতে এসে নিজের সন্তানকে ফেলে গেলেন মার্কিন নারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ২৬ আগস্ট ২০১৯

যুক্তরাষ্ট্রের এক নারী দোকানে চুরি করতে এসে তার সন্তানকে ফেলে রেখে চলে গেছেন। শুক্রবার দেশটির নিউজার্সির মিডলটাউনের এক ‘বাম্বি বেবি’ (বাচ্চাদের ব্যবহারের জিনিসপত্র বিকি করে) দোকানে এ ঘটনা ঘটে।

দোকানে ওই নারীসহ আরোও দু’জন চুরি করতে ঢুকে। কিন্তু তাদের মধ্যে একজন ভুল করে তার শিশুকে ফেলে রেখে চলে যান। আর পুরো ঘটনা ধরা পড়েছে দোকানের সিসি ক্যামেরায়।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই নারী স্ট্রলার ভাজ করে তা নিয়ে বের হয়ে যান। তবে তার শিশু সন্তান সেখানেই রয়ে যায়। দোকান থেকে বের হয়ে যাওয়ার প্রায় ছয় মিনিট পর এক নারী ফিরে আসেন ওই শিশুর জন্য।’

দোকান মালিক ইনেলিও অর্টেজ বলেন, আমার খুব খারাপ লেগেছে যে, কেউ নিজের সন্তানের চেয়ে চুরি করাকে বেশি গুরুত্ব দিয়েছে।

তথ্যসূত্র: ফক্স নিউজ

এমএইচ//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি