মহাকাশে রোবটের জন্য হোটেল!
প্রকাশিত : ১০:০০, ৬ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১০:০২, ৬ ডিসেম্বর ২০১৯
মহাকাশে রোবটের জন্য হোটেল নির্মাণ করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। এই হোটেলের সার্বিক তত্ত্বাবধান ও সেবায়ও নিয়োজিত থাকবে রোবট। ইতিমধ্যে বিভিন্ন রোবটিক টুলস তৈরি করেছে নাসা।
সংস্থাটি বলছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে অবস্থিত হোটেলটি শিগগিরই উদ্বোধন করা হবে।
নতুন এই হোটেলে তাপমাত্রার ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা ও তেজস্ক্রিয়তামুক্ত রাখার কাজ করবে রোবট। নাসা বলছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে অবস্থিত হোটেলটি। হোটেলটির প্রথম বাসিন্দা হবে দুই ‘আরইএলএল’ (রোবটিক এক্সাটার্নাল লিক লোকেটর)।
এর সব কার্যক্রম পরিচালিত হবে বিভিন্ন রোবটিক টুলসের মাধ্যমে। তাপমাত্রা নিয়ন্ত্রণ, থাকা-খাওয়াসহ অন্যান্য কার্যক্রমেও সহায়তা করবে রোবট। এখানকার রোবটগুলো মহাকাশ গবেষণার নানা কাজে ব্যবহৃত হবে। প্রকল্পের দায়িত্বরত কর্মকর্তা মার্ক ন্যুমান বলেন, ভবিষ্যতে সেখানে নভোযাত্রীরা গেলে তাদের সহায়তা ও থাকার উপযুক্ত পরিবেশ তৈরি করবে এই রোবটগুলো। এনটিভি।