ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

‘ব্যাংক এশিয়ার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ৯ নভেম্বর ২০২১ | আপডেট: ১৯:২০, ৯ নভেম্বর ২০২১

সম্প্রতি ব্যাংক এশিয়া লিমিটেড লিড ব্যাংক হিসেবে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর সহযোগিতায় ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং এন্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং’ এর উপর দিনাজপুরের বাশেরহাটে ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে। 

ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মহসিন হোছাইনী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর যুগ্ম পরিচালক মো. আজমল হোসেন এবং উপ-পরিচালক মো. মাহমুদুল হক ভূঁইয়া ও মো. আশরাফুল আলম। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ৪২ টি বানিজ্যিক ব্যাংকের দিনাজপুর অঞ্চলের প্রায় ১০০ জন উচ্চপদস্থ কর্মকর্তা অংশগ্রহণ করেন।  

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি