ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ, নেয়া হচ্ছে নানা পদক্ষেপ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ৯ সেপ্টেম্বর ২০২২

বিশ্বজুড়েই মূল্যস্ফীতির চাপ। পণ্যের দাম বাড়ায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। ইউরোপ, এশিয়া-সহ বিশ্বের প্রায় সব দেশেই একই অবস্থা। বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন খাতে কর কমিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে দেশগুলো। মূল্যস্ফীতির চাপে বাংলাদেশও। মূল্য নিয়ন্ত্রণে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ।

করোনা মহামারীর মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। টালমাটাল বিশ্ব অর্থনীতি। পণ্যের সরবরাহ-ব্যবস্থা হচ্ছে বাধাগ্রস্ত। জ্বালানি তেলের উচ্চমূল্যে পরিবহন খরচও বেড়েছে। যা উস্কে দিয়েছে পণ্য-বাজারকে।  
 
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মূল্যস্ফীতি উন্নীত হয়েছে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। ইউরোপের অন্যান্য দেশেও মূল্যস্ফীতি চরমে। সব মিলে নতুন এক জীবনযুদ্ধে বিশ্বের প্রায় সব অঞ্চলের মানুষ।

পরিস্থিতি সামল দিতে বেশিরভাগ উন্নত দেশ গ্যাস-বিদ্যুৎ-জ¦ালানি খাতে কর কমানোর পাশাপাশি আর্থিক প্রণোদনার পথে হাটছে। যুক্তরাষ্ট্র এরইমধ্যে ৪৩ হাজার কোটি ডলারের ‘ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট অব-২০২২’ বাস্তবায়ন শুরু করেছে। 

ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি খরচ করছে ৬ হাজার ৪৭০ কোটি ইউরো। এই অর্থে গণপরিবহনের ভাড়া কমানোসহ জ্বালানি নির্ভর কোম্পানিগুলোকে কর ছাড় দেয়া হচ্ছে।

ফ্রান্স নিম্ন ও মধ্য আয়ের প্রতি পরিবারকে ১শ ইউরো, নেদারল্যান্ডস এককালীন ১ হাজার ৩শ ইউরো ও পোল্যান্ড কয়লা ব্যবহার করা পরিবারগুলোকে এককালীন ৬শ ৩০ ইউরো দিচ্ছে।

এশিয়ার দেশগুলোও পিছিয়ে নেই। ইন্দোনেশিয়া ২৪ লাখ ১৭ হাজার কোটি রুপি, মালয়েশিয়া ৭ হাজার ৭৩০ কোটি রিঙ্গিত ভর্তুকি দিচ্ছে। জাপান খরচ করবে ১০ হাজার ৩শ কোাটি ডলার। 

১৪০ কোটি মানুষের দেশ ভারত গুরুত্ব দিয়েছে নিজেদের চাহিদায়। গম ও চিনি রপ্তানি নিয়ন্ত্রণ করছে দেশটি। পাশাপাশি কমিয়েছে ভোজ্যতেল আমদানিতে কর। 

এদিকে, বাংলাদেশে মূল্যস্ফীতি এখনো তুলনামূলক কম। বিলাসী পণ্যের আমদানি কমাতে নেয়া হচ্ছে নানা উদ্যোগ। খাদ্যপণ্য দেয়া হচ্ছে শুল্কছাড়।  

অর্থনীতিবিদরা বলছেন, সহসাই কমছে না মূল্যস্ফীতির এই সংকট। তাই পরিস্থিতি অনুযায়ীই দেশগুলোকে প্রস্তুতি নেয়ার পরামর্শ তাদের।

এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি