ঢাকা, শনিবার   ০৬ জুলাই ২০২৪

গ্যাস নিয়ে উত্তরবঙ্গের মানুষকে প্রতিমন্ত্রীর সুখবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২২

দেশের উত্তরের ১১ জেলায় শিগগিরই গ্যাস যাচ্ছে। এজন্য বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত পাইপলাইন বসানো হচ্ছে। এই কাজ প্রায় শেষের পথে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘উত্তরাঞ্চলের মানুষের কাছে গ্যাস পৌঁছে দেবার ওয়াদা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটা বাস্তবায়নের দ্বারপ্রান্তে আমরা। বগুড়া-রংপুর-সৈয়দপুর ১৪৭ দশমিক ৫ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইনের মধ্যে ১৪০ কিলোমিটারের নির্মাণ কাজ শেষ। বাকী কাজ দ্রুতই শেষ হবে।’    

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের হাত ধরে উত্তরাঞ্চলে মঙ্গা দূর হয়েছে। এবার শিল্পায়নের পালা। ৩০ ইঞ্চি ব্যাসের উচ্চচাপ সম্পন্ন এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে যাবে উত্তরাঞ্চলের ১১টি জেলায়। গ্যাস সংযোগকে কেন্দ্র করে গড়ে উঠবে শিল্পকারখানা, ইপিজেড, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, কৃষি পণ্য সংরক্ষণের জন্য হিমাগার। বাড়বে কর্মসংস্থান। সমৃদ্ধ হবে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান তথা বাংলাদেশের অর্থনীতি।’

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি