ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

বাজারে এলো সৌর বিদ্যুৎচালিত গাড়ি ‘বাঘ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ৪ নভেম্বর ২০২২ | আপডেট: ২২:১৪, ৪ নভেম্বর ২০২২

বাংলাদেশে এই প্রথম সৌর বিদ্যুৎচালিত টু হুইলার, থ্রি হুইলার এবং ফোর হুইলার গাড়ি নিয়ে এলো বাঘ ইকো মটরস। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই গাড়িগুলোতে রয়েছে ইন্টারনেট সুবিধা, ফ্রি ওয়াইফাই, জিপিএস ট্র্যাকিং, মোবাইল চার্জিং, প্যানিক বাটন, ২৪ ঘন্টা ভিডিও মনিটরিং ব্যবস্থা, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, চার্জিং ম্যানেজমেন্ট সিস্টেমসহ আধুনিক সব সুবিধা। 

শুক্রবার (৪ নভেম্বর) বিকালে বাঘ মোটর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘ ইকো মটরসের প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম বাপ্পী। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ নওরীন জাহানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সৌর বিদ্যুৎ ও লিথিয়াম ফসফেট চালিত বাঘ ইকো মটরস উদ্ভাবিত এই গাড়ি গুলোতে ব্যবহার করা হয়েছে কোম্পানীর নিজস্ব ডাটা সেন্টার যাতে সার্বক্ষণিক মনিটরিং করা যায়। এর মধ্যে থাকবে প্যানিক বাটন। যা যাত্রী এবং ড্রাইভারের অনিরাপত্তার আশঙ্কা দেখা দিলে প্যানিক বাটন চাপ দিলেই তথ্য প্রযুক্তি আইওটি ব্যবহারের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া যাবে।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, আমরা পঞ্চম শিল্পবিপ্লবে পা রাখলাম। বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিবে। পরিবেশবান্ধব, সৌর বিদ্যুৎচালিত এ গাড়ি দেখে আমি অভিভূত। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটা তারই প্রমাণ। আজকের দিনটি অনন্য একটি দিন।

দেশে তৈরি এই ইলেকট্রিক যান সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম বাপ্পী বলেন, চার বছরের পরিশ্রমের পর বাঘ ইকো মোটরস সম্পূর্ণ আইওটিভিত্তিক সৌর বিদ্যুৎচালিত টু হুইলার, থ্রি হুইলার ও ফোর হুইলার ইলেকট্রিক যান বাজারে নিয়ে এলো। তিনি এই যানকে সম্পূর্ণ মেইড ইন বাংলাদেশ পণ্য বলে অভিহিত করেন। 

তিনি জানান, এই গাড়িগুলো ২ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ১৫ বছর চলার মতো করে মোল্ড এবং স্টীল গ্যালবানিজ করে তৈরি করা হয়েছে।

কাজী জসিমুল ইসলাম বলেন, বাঘ ইকো মটরস অদূর ভবিষ্যতে ভারতের ৭টি অঙ্গরাজ্যেসহ নেপাল ও আফ্রিকাতে রপ্তানি করা হবে। আমাদের ৪ হুইলার গাড়িগুলো ১ চার্জে ১৮০ কিলোমিটার পর্যন্ত যাবে।

নির্মাতা প্রতিষ্ঠান ব্যাটারিচালিত গাড়িগুলোর ব্যাটারিতে ৫ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে। প্রত্যেকটি গাড়ির জন্য থাকবে প্রথম পক্ষের ইন্সুরেন্স। অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশবান্ধব এই ইলেকট্রিক যানগুলো চার্জ দেওয়ার জন্য অচিরেই দেশজুড়ে ৫ হাজার মিনি চার্জিং স্টেশন স্থাপন করা হবে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি