ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাংক এশিয়ার সিআরএম ও এটিএম বুথ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ৭ ডিসেম্বর ২০২২

গ্রাহকবৃন্দকে নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদানের উদ্দেশ্যে ব্যাংক এশিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সিআরএম ও একটি এটিএম বুথ স্থাপন করেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক এবং ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বুথ দুটি উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট ও বিশমাইল গেট-এ স্থাপিত বুথ দুটি বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সার্বক্ষণিক ব্যাংকিং সেবা প্রদানে ভূমিকা রাখবে।

এর আগে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল আলম-এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় রেজিষ্ট্রার রহিমা কানিজ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ব্যাংক এশিয়া চ্যানেল ব্যাংকিং বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি