ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

মোংলা ইপিজেডে বাংলাদেশি কোম্পানির ৪৮ লাখ ডলার বিনিয়োগ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ২৯ ডিসেম্বর ২০২২

বাংলাদেশি কোম্পানি মেসার্স এএসএম প্যাকঅল এক্সপোর্ট ইন্ডাস্ট্রি লিমিটেড মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (মোংলা ইপিজেড) একটি গার্মেন্ট এক্সেসরিজ শিল্প স্থাপন করতে যাচ্ছে। 

দেশীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ৪৮ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে, যেখানে ৪০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। 

প্রতিষ্ঠানটি বার্ষিক এক লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের ব্যাগ, জিপার, ইলাস্টিক, টেপ, ট্যাগ, লেবেল, বোর্ড, পেপার ব্যান্ড, ফটো কার্ড, বার কোড, কলার স্ট্যান্ড, বাটার ফ্লাই প্রভৃতি উৎপাদন করবে। 

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং এএসএম প্যাকঅল এক্সপোর্ট ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আজ বৃহস্পতিবার ঢাকায় বেপজা কমপ্লেক্সে এ উপলক্ষ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। 

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন। 

এসবি/ 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি