ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

১ ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ৯৩ হাজার ৪২৯ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ১৪ জানুয়ারি ২০২৩

বর্তমানে এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ৯৩ হাজার ৪২৯ টাকা। সবশেষ শনিবার আবারও ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালোমানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকা। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম। এতোদিন ছিল ৯০ হাজার ৭৪৬ টাকা।

শনিবার (১৪ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন মূল্যের বিষয়টি জানানো হয়।

রোববার (১৫ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস। এর আগে সবশেষ গত ৭ জানিুয়া‌রি স্বর্ণের দাম ভরিতে বাড়ানো হয় ২ হাজার ৩৩৩ টাকা।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা এক হাজার ৪০০ টাকা ও সনাতন পদ্ধতির রুপা এক হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি