ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ৩১ জানুয়ারি ২০২৩

রপ্তানী খাতের উন্নয়নে গঠিত ১০,০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের অধীনে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের উপস্থিতিতে, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) জনাব মাকসুদা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

৩০ জানুয়ারি ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আবু ফারাহ মোঃ নাসের ও নির্বাহী পরিচালক জনাব নুরুন নাহার, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এই তহবিলের অধীনে, রপ্তানিকারকরা ৪.০ শতাংশ সুদের হারে কাঁচামাল ক্রয় বা আমদানির বিপরীতে স্থানীয় মুদ্রায় ঋণ পেতে সক্ষম হবেন। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১৮০ দিন। চলতি বছরের ০১ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও সম্প্রসারণ অব্যাহত রাখতে রপ্তানিকারকদের জন্য এ তহবিল গঠন করে।

কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি