ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ২২ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৬:২০, ২২ ফেব্রুয়ারি ২০২৩

দক্ষ মানবসম্পদ গড়ে উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নবনিযুক্ত ট্রেইনি অ্যাসিস্টেন্ট অফিসারদের নিয়ে ৬৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। 

বুধবার ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে উক্ত প্রশিক্ষণ কর্মসুচির শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী।

উদ্বোধনী বক্তৃতায় এ ব্যাংকটিকে একটি আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে সকলকে ব্যাংকিং কার্যক্রমে সচেতন ও যত্নবান হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন তিনি।
 
এ সময় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এ. কে. এম. আমজাদ হুসাইন ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত ৪১ জন ট্রেইনি অ্যাসিস্টেন্ট অফিসার অংশগ্রহণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি