ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

আইডিআরএ কার্যালয়ে ভাঙচুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ২১ আগস্ট ২০২৪

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার বিকালে রাজধানীর মতিঝিলে আইডিআরএ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শতাধিক বিমা কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন স্লোগান দেন এবং দাবি জানান। একসময় তারা আইডিআরএ ভবনে ঢুকে ভাঙচুর চালান এবং চেয়ারম্যানের ওপর আক্রমণের চেষ্টা করেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দিয়েছেন।

অন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, আইডিআরএ থেকে দুর্নীতিবাজ চেয়ারম্যান জয়নুল বারীকে অবশ্যই পদত্যাগ করতে হবে। বিমা খাতের উন্নয়নে সিন্ডিকেটমুক্ত আইডিআরএ গড়ে তোলার বিকল্প নেই। আইডিআরএ কর্তৃক অবৈধ নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে।

এদিকে অন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনটির ছাদে আইডিআরএ-এর বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নথি ও সার্টিফিকেট পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। সম্প্রতি আইডিআরএ যাদের নিয়োগ দিয়েছে, তাদেরই তথ্য পুড়িয়ে দেওয়া হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি