ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

অক্টোবরের প্রথম ৫ দিনে এলো ৪২৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ৭ অক্টোবর ২০২৪ | আপডেট: ১০:৫৯, ৭ অক্টোবর ২০২৪

২০২৪-২৫ অর্থবছরে অক্টোবরের প্রথম পাঁচ দিনে প্রবাসী বাংলাদেশিরা প্রায় ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

গত বছর একই সময়ে ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। 

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে প্রেরিত অর্থ এসেছে ১২৩.০৪ মিলিয়ন, প্রাইভেট ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ৩০০.২০ মিলিয়ন মার্কিন ডলার।

জুলাই  থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী বাংলাদেশীরা প্রায় ৬,৯৬৭ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। যা গত বছর একই সময়ে ছিল ৫,২৩২ মিলিয়ন মার্কিন ডলার।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি