ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

স্ত্রী-সন্তানসহ মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ১৬ অক্টোবর ২০২৪

একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক ও এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবুর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে তার স্ত্রী ও সাবেক সংসদ সদস্য অপরাজিতা হক, তাদের সন্তান সাবাবা ইশায়াত হকের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সোমবার দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

চিঠিতে মোজাম্মেল বাবু, তার স্ত্রী অপরা‌জিতা হক ও তাদের সন্তান সাবাবা ইশায়াত হ‌কের নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না তারা। এ ছাড়া প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

আরও বলা হয়েছে, লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। 

নির্দেশনায় বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে আটক হন মোজাম্মেল হক বাবু। সে সময় সীমান্তের ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া এলাকায় একটি প্রাইভেটকার থেকে তাকে আটক করা হয়। 

তখন পুলিশ জানায়, ভারত সীমান্তবর্তী এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে যাত্রাবাড়ী থানার আরিফ ও রফিকুল ইসলাম হত্যা মামলায় মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানো হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি