ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নতুন নোট বাজারে এলে বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকার কী হবে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ৯ ডিসেম্বর ২০২৪

আগামী জুনের মধ্যে দেশের বাজারে ছাড়া হবে টাকার নতুন ডিজাইনের নোট। এসব নোটে ছাত্র-জনতার আন্দোলনের ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ থাকবে। পাশাপাশি থাকবে দেশের ইতিহাস-ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনা। নতুন নোটের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। তবে, বঙ্গবন্ধুর ছবিযুক্ত যেসব নোট বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে সেগুলোর বিষয়ে কি সিদ্ধান্ত হবে তা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানিয়েছেন, শেখ মুজিবের ছবিযুক্ত যেসব নোট বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে সেগুলো চালু থাকবে।নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চারটি কাগুজে নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেয়া হয়েছে। সেখানে বঙ্গবন্ধুর ছবি বাদ যাবে কিনা এমন কোনো কথা বলা হয়নি। ডিজাইনের বিষয়টি খুবই কনফিডেন্সিয়াল। সংশ্লিষ্ট কমিটি নতুন নোটের ডিজাইন করবে। আপাতত ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর কথা রয়েছে। পর্যায়ক্রমে অন্য সব টাকার নোটের ডিজাইনে পরিবর্তন আনা হতে পারে। 

বর্তমানে বাংলাদেশের দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২৯ সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে।

অর্থ বিভাগের চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার ১০টি কাগুজে নোটের প্রচলন আছে। এরমধ্যে ২ থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত সব কাগুজে নোটে বঙ্গবন্ধুর ছবি আছে। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, সবশেষ ২০২২-২৩ অর্থবছরে ৩৮ হাজার ৪০০ কোটি টাকা খরচ হয়েছে নতুন নোট ছাপতে। তার আগের অর্থবছরে খরচ ছিল ৩৭ হাজার ৪০০ কোটি টাকা। আর ২০২০-২১ অর্থবছরে ৩৪ হাজার কোটি টাকা খরচ হয়েছিল।

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি