ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র মনোনীত হয়েছেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। একই সঙ্গে দুজন সহকারী মুখপাত্র করা হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস বিভাগ বুধবার এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলামের স্বাক্ষরিত অফিস নির্দেশে মুখপাত্র হিসেবে আরিফ হোসেন খানকে মনোনীত করা হয়। একই নির্দেশে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানমকে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে মনোনয়ন দেয়া হয়। 

এতদিন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ছিলেন হুসনে আরা শিখা। তিনি রাজশাহীতে বদলি হওয়ায় আরিফ হোসেন খানকে এ দায়িত্ব দিল কেন্দ্রীয় ব্যাংক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি